এবার স্মার্টওয়াচ আনছে রিয়েলমি

১৫ মে, ২০২০ ০৮:১৭  
ফিটনেট ব্যান্ডের পর এবার স্মার্টওয়াচ আনছে রিয়েলমি। ২০২০ সালেই বাজারে আসবে রিয়েলমির স্মার্টওয়াচ। এত থাকবে কার্ভড ডিসপ্লে। রিয়েলমির নতুন এই স্মার্টওয়াচ হবে আইপি ৬৮ সার্টিফায়েড। অর্থাৎ এটি হবে স্ল্যাশপ্রুফ। এতে থাকছে ১.৪ ইঞ্চির ডিসপ্লে। সম্প্রতি কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে স্মার্টওয়াচ লঞ্চের ইঙ্গিত দেওয়া হয়েছে। একই ভিডিও শেয়ার করেছেন মাধব শেঠ। ভিডিওতে এই স্মার্টওয়াচের আকার দেখে অ্যাপেল ওয়াচের কথা মনে পড়বে। থাকছে কার্ভড ডিসপ্লে। জানানো হয়েছে রিয়েলমি ওয়াচ নামেই বাজারে আসবে এই প্রোডাক্ট। রিয়েলমি ওয়াচে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর থাকছে। এই স্মার্টওয়াচের নিজস্ব অপারেটিং সিস্টেম চলবে। এক চার্জে সাত দিন পর্যন্ত চলবে এই স্মার্টওয়াচটি।